Breaking News

লোক আদালতে সমাধান ৩ লক্ষ মামলা,পরিদর্শনে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা

ইন্দ্রজিৎ মল্লিক :- দেশ জুড়ে দীর্ঘ দিন ধরে পড়ে থাকা দেওয়ানি মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে চায় আদালত | তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মামলাগুলির বোঝা কমাতে এবং দ্রুত সমাধান করতে বিশেষ লোক আদালত বসানো হয় | শনিবার ৩য় লোক আদালত অনুষ্ঠিত হয় | এদিন লোক আদালতের কাজকর্মের পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও |

শনিবারের ৩য় লোক আদালতে সারা দেশ জুড়ে মামলার সংখ্যা যেমন কোটিতে তেমনি এ রাজ্যে ৪ লাখ ১২ হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। সেই লোক আদালতে মামলার শুনানির গতি প্রকৃতি কত দূর তা খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি। হাই কোর্টের বিচারপতি তথা ডব্লিউবিএসএলএর এক্সিকিউটিভ চেয়ারম্যান ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও বিচারপতি হরিশ ট্যান্ডন প্রস্তুতি খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন ডব্লিউবিএসএলএর মেম্বার সেক্রটারী দেবকুমার সুকুল ও রেজিস্ট্রার তথা ডব্লিউবিএসএলএর ডেপুটি সেক্রেটারী সুকুমার মণ্ডলও। ট্রাফিক, বকেয়া এরম লক্ষাধিক বিশেষ মামলার দিনেই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে আদালত সূত্রের খবর। সূত্রে এটাও জানা গিয়েছে, লোক আদালতের ৪৪৩টি বেঞ্চে প্রায় ৩০০ কোটি টাকা নিষ্পত্তি করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *