প্রসেনজিৎ ধর, কলকাতা :- আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। সেই মর্মে ইমেল গিয়েছে ডাক্তারদের কাছে। নবান্নের সভাঘরে ওই বৈঠক হবে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে ডাক্তারদের ৩০ জন প্রতিনিধিকে সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে। ডাক্তারেরা বুধবার সকালেই বৈঠক করতে চেয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদেকর পক্ষ থেকে এই ই মেল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার জবাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ সেই ই মেলে জুনিয়র চিকিৎসকদের সন্ধে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে৷ তবে এদিনের বৈঠকে সম্ভবত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | কালীঘাটে বৈঠকের পর ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার এবং দুই স্বাস্থ্যকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়েছে। তার পরেও কর্মবিরতি ওঠেনি। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি মানেনি রাজ্য৷ তাছাড়াও, সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও তার খুঁটিনাটি বিষয় নিয়ে ধোয়াঁশা রয়েছে৷ এ ছাড়াও রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা চান তাঁরা৷