বিশ্বজিৎ নাথ :- চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে গড়ে তোলা হল পুলিশ আউট পোস্ট। বুধবার বিকেলে এই পুলিশ আউট পোস্টের উদ্বোধন করলেন নগরপাল অলোক রাজোরিয়া। পুলিশ আউট পোস্টের উদ্বোধন করে নগরপাল অলোক রাজোরিয়া বলেন, আগে এখানে একটা ছোট ক্যাম্প ছিল। সেটাকে আউট পোস্টে পরিণত করা হল। কামারহাটি থানার ওসির নির্দেশ মতো এই আউট পোস্ট কাজ করবে। এই আউট পোস্টে চারজন অফিসার, ১৬ জন কনস্টেবল এবং ৮ জন সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছে। চিকিৎসক কিংবা নার্সরা কোনও সমস্যায় পড়লে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে।