দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে কি উঠতে চলেছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি?নবান্ন সূত্রে খবর,রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সব দাবি মেনে নিয়েছে। তবে দাবি পূরণে রাজ্যকে সময় দিতে হবে, জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসচিব ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।এখনও পর্যন্ত সূত্র মারফৎ যা খবর মিলছে, জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে সরকারের তরফে। তবে তাঁদের সময় দিতে হবে বলে জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন মুখ্যসচিব। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মানার বিষয়ে নির্দিষ্ট সরকারি সার্কুলার জারি করার দাবি বৈঠকে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি ডিজি রাজীব কুমার বৈঠকে বলেন, সব জেলায় মহিলা পুলিশের বিশেষ প্রশিক্ষিত উইনার্স টিম রয়েছে। সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা কোনও সমস্যা হবে না।বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, “সব জেলায় মহিলাদের বিশেষ প্রশিক্ষিত বাহিনী উইনারস টিম রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।” এদিনের বৈঠকে কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনারের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের।সূত্রের খবর, পড়ুয়া চিকিৎসকদের দাবি, হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে হবে। হাসপাতালে একটি ডিসপ্লে বোর্ড রাখতে হবে, যেখানে দেখা যাবে কোথায় কটি বেড খালি রয়েছে। কোনও চুক্তিভিত্তিক কর্মী রাখা যাবে না, জুনিয়র চিকিৎসকরা বৈঠকে এই দাবিও তুলেছেন। গোটাটাই বিবেচনায় রয়েছে, জুনিয়র চিকিৎসকদের বলেন মুখ্যসচিব। জুনিয়র চিকিৎসকরা এ দিনের বৈঠকে বিভিন্ন কমিটি তৈরির কথা বলেন, মুখ্যসচিব দ্রুত সেই সব কমিটি তৈরি করার আশ্বাস দেন।