দেবরীনা মণ্ডল সাহা :- অগ্নিকাণ্ড মৌসুনি দ্বীপে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি টুরিস্ট কটেজ। বৃহস্পতিবার ভোরে কটেজটিতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। স্থানীয়রাউ জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ফল হয়নি। ঘটনায় কেউ হতাহত হয়নি।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মৌসুনি দ্বীপে নদী ঘেঁষা একটি রিসর্টের রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যায়। রিসর্টটিতে তখন কোনও পর্যটক ছিলেন না। বাঁশ খড় দিয়ে বানানো রিসর্টে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। রান্নাঘরে ছিল একাধিক সিলিন্ডার। একে একে ফাটতে শুরু করে সেগুলি। যার জেরে বিধ্বংসী চেহারা নেয় আগুন। কিছুক্ষণের মধ্যে রিসর্টের অন্যান্য অংশেও আগুন ছড়িয়ে পড়ে। মৌসুমি দ্বীপে দমকল যাওয়ার কোনও ব্যবস্থা নেই। ফলে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাতে তেমন লাভ হয়নি। আগুনের গ্রাসে চলে যায় রিসর্টটির একটি বড় অংশ। তবে রিসর্টে পর্যটক না থাকায় বড়সড় বিপদ ঘটেনি।ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় রিসর্টের কর্মী সুরজিৎ দাস বলেন, ‘ভোর ৫টা নাগাদ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার নেয়। যার জেরে লজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। এর ফলে জলের পাম্প চালাতে পারিনি। তাই আগুন নেভাতে সমস্যা হয়। পুজোর আগে বড় ক্ষতি হয়ে গেল।’স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে ঐ কটেজে কোনও পর্যটক ছিলেন না বলেই জানা গিয়েছে।পর্যটক না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে পুজোর ঠিক আগে কিভাবে এই ঘটনা ঘটেছে তা ভাবাচ্ছে সকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।