Breaking News

কাটল জট, কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের!শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযান

প্রসেনজিৎ ধর, কলকাতা :-৪২ দিন পর অবশেষে আংশিক কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার জেনারেল বডির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে।বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলরত পড়ুয়ারা জানান, শুক্রবার দুপুর ৩টেয় স্বাস্থ্যভবনের সামনে থেকে সিবিআই দফতর পর্যন্ত মিছিল করার পর ধর্না প্রত্যাহার করা হবে। সিজিওতে সিবিআই দফতরের সামনে দ্রুত বিচারের দাবি জানানো হবে। এরপর শনিবার থেকে হাসপাতাল ও মেডিক্যাল কলেজের কাজে যোগ দেবেন তাঁরা।একই সঙ্গে আন্দোলনকারীরা জানান, ন্যায় বিচারের দাবিতে লড়াইও চলবে। শনিবার থেকে শুধুমাত্র জরুরি পরিষেবার কাজে যোগ দেবেন তাঁরা।তবে দেবাশিস হালদার জানিয়েছেন, ‘‘মিছিলের পরে আমরা নিজ নিজ কলেজে ফিরে যাব। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেব। আংশিক কর্মবিরতি চলবে।’’ তবে প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।টানা ৪১ দিনের আন্দোলনের ফলে রাজ্য কী কী দাবি মানতে বাধ্য হয়েছে তা বিস্তারিতভাবে পড়ে শোনান আন্দোলনকারীরা। তাঁদের কথায়, “আমরা টানা রাস্তায় বসে থেকে লড়েছি বলেই এই দাবিগুলি পূরণ হল। এটা আমাদের আংশিক জয়। নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। আমরা চাই না, আর একটাও এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটুক।”বৃহস্পতিবার বিকেলে নবান্নর তরফে মুখ্যসচিব রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা, সুরক্ষায় দশ দফা পয়েন্ট উল্লেখ করে স্বাস্থ্য সচিবকে নির্দেশ পাঠান। সেখানে নিরাপত্তা, সুরক্ষা-সহ আন্দোলনকারীদের সব দাবি কার্যত দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, এরপরই কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন আন্দোলরত চিকিৎসকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *