Breaking News

জামিন পেলেন অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে মুক্তি বীরভূমের তৃণমূল নেতার!পুজোর আগেই ফিরছেন বীরভূমে?

দেবরীনা মণ্ডল সাহা:- দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এবার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তিহাড় জেল থেকে এবার তিনি মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন।২০২২ সালের অগাস্ট মাসে গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকেই সিবিআই৷ এর পর তাঁকে গ্রেফতার করেছিল ইডি-ও৷ এর আগে সিবিআই-এর দায়ের করা মামলায় অনুব্রত জামিন পেলেও ইডি মামলায় জামিন না পাওয়াতেই তৃণমূল নেতার জেলমুক্তি আটকে ছিল৷কয়েকদিন আগেই গরু পাচার মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা৷
অনুব্রত মণ্ডলকে সিবিআই এবং ইডি গরু পাচার মামলায় গ্রেফতার হলেও প্রথম থেকেই তাঁর পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব৷ তাঁকে বীরভূমের জেলা সভাপতির পদ থেকেও সরানো হয়নি৷ অনুব্রতকে বাদ দিয়েই পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বীরভূমে দারুণ ফল করেছিল তৃণমূল৷অনুব্রতের ফেরার আশায় দিন গুনছিলেন তাঁর অনুগামীরা। দিল্লি হাইকোর্ট থেকে সুকন্যা জামিন পাওয়ার পর তাঁরা আরও উজ্জীবিত হয়েছিলেন। অবশেষে শুক্রবার হাসি ফুটল অনুব্রত অনুগামীদের মুখে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *