ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা:-আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যালের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই। শনিবার সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বারে বারে উঠে এসেছে বিরূপাক্ষ বিশ্বাসের নাম। ৯ অগাস্টের ঘটনার পর একাধিকবার তার নাম সামনে এসেছে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো সিজিও কমপ্লেক্সে। সিবিআই সূত্রের খবর, আরেক প্রভাবশালী ডাক্তার অভীক দে কেও ডেকে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই সিজিও পৌঁছে যান তিনি।
৯ আগস্ট আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনার পর একাধিক ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামনে এসেছে। সেই ভিডিও ও ছবিতে অভীক ও বিরূপাক্ষকে দেখা যাচ্ছে বলে অভিযোগ ওঠে। তিনি আরজি করের বহিরাগত হয়ে ঘটনাস্থলে কি করছিলেন সেই নিয়েও ওঠে প্রশ্ন। সিবিআই সূত্রের খবর, গতকাল রাতে ডাক্তার বিশ্বাসকে নোটিস করে শনিবার সকাল ১০ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। তিনি কেন সেদিন সেমিনার হলে গিয়েছিলেন? কি উদ্দেশ্য ছিলো তার? এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা।রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষ ও তার অনুগামী অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ বেশ কিছু চিকিৎসকদের বিরুদ্ধে থ্রেট কালচার ও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা। দাদাগিরি, তোলাবাজি থ্রেট কালচার-সহ একাধিক অভিযোগ ওঠে বিরূপাক্ষের বিরুদ্ধে। আরজি কর-কাণ্ডে বিতর্কের জেরে তাঁকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁর বিরুদ্ধে । বর্ধমান ছাড়াও রাজ্যের বেশ কিছু মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও বিরূপাক্ষর বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ওঠে ।