নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-আরজি কর কাণ্ডের ধোঁয়াশা কাটছে না কিছুতেই। এবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ করাতে চায় সিবিআই। পাশাপাশি সন্দীপ ঘোষের নারকো টেস্টও করাতে চায় তদন্তকারীরা। এই মর্মে আদালতে আবেদন জানাল তারা।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়। সিবিআই সূত্রে খবর, দিল্লির সিএফএসএল (সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি)-এর রিপোর্টে তাঁর কিছু কিছু বয়ান ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে। সে কারণে, তাঁর কিছু বক্তব্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁরা আরও মনে করছেন, এই অপরাধের নেপথ্যে বড় ‘ষড়যন্ত্র’ থাকতে পারে। সূত্রের খবর, সে কারণেই সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা করাতে চাইছে সিবিআই। এই নিয়ে আদালতে আবেদন করবে তারা। এর আগে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারের নার্কো পরীক্ষা করাতে চেয়েছিল সিবিআই। তিনি অনুমতি দেননি।শুক্রবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রের খবর ছিল, আর জি করের প্রাক্তন অধ্যক্ষের জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে। সেই ধোঁয়াশা কাটাতেই তাঁর নারকো পরীক্ষা করাতে চায় তদন্তকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal