দেবরীনা মণ্ডল সাহা :- সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল ট্রলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। এই ঘটনার জেরে ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে| দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। জানা গিয়েছে, হঠাৎ সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। কাকদ্বীপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে জলের ঘূর্ণিপাকে পড়ে ট্রলারটি উলটে যায়। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তাঁরা এসে ৮ জনকে উদ্ধার করেন। তবে এখনও ৯ মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের কেবিন রুমের মধ্যে আটকে পড়েছেন।ট্রলারটিকে সোজা করা হয়েছে। পাঁচটি ট্রলার ডুবন্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছে। ট্রলারটিকে উপকূলে এনে ভিতরের জল খালি করে কেবিনের মধ্যে মৎস্যজীবীদের সন্ধানে চলবে তল্লাশি। এখন চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমান ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে।নিখোঁজ এক মৎস্যজীবীরা প্রতিবেশী বলেন, ‘আমাদের এলাকার কানাই দাস নামে একজন ওই ট্রলারে ছিলেন। আজ ভোরবেলা আমাদের কাছে ট্রলার ডুবে যাওয়ার খবর এসেছে। উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি।’
Hindustan TV Bangla Bengali News Portal