Breaking News

ভারতে ইলিশ রপ্তানিতে রাজি হল বাংলাদেশ!তিন হাজার টন মাছ পাঠানোর অনুমতি দিল ইউনূস সরকার

দেবরীনা মণ্ডল সাহা :- পুজোয় বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ। যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে ভারতে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। পুজোর সময় তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’ (মৎস্য আমদানি সংগঠন)-এর তরফে জানানো হয়েছে, উৎসবের জন্য প্রতি বছর ১০ সেপ্টেম্বরের মধ্যে এ পার বাংলায় ইলিশ চলে আসে। এ বছর তা এখনও আসেনি। উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। জানানো হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত। নেপথ্যে অন্য কোনও কারণ নেই। শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানাল, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।পুজোর সময় বাংলায় ইলিশ এলেও তার দাম কী হবে তা এখনই জানাতে পারছেন না ব্যবসায়ীরা। কারণ চাহিদা ও ইলিশ আসার পরিমাণের ওপরে নির্ভর করবে বলে তাদের তরফে জানানো হয়েছে। ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ এই প্রসঙ্গে বলেন, ‘‘মাছ আসছে নিশ্চিত। একটা জটিলতা তৈরি হয়েছিল। তবে মাছের দাম কতটা কী হবে, বলা সম্ভব নয়। এমনিতেই ইলিশের দাম আকাশছোঁয়া! যদি পরিমাণে বেশি আসে, তবেই দাম কম হবে। নয়তো দাম বেশিই থাকবে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *