Breaking News

রাজ্যের মেডিক্যাল কলেজের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নবান্ন সভাঘরে বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্যসচিব,স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রমুখ আধিকারিকরা। রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষরা ভারচুয়াল বৈঠকে অংশ নেবেন।সূত্রের খবর, রোগী পরিষেবা থেকে হাসপাতালগুলির পরিকাঠামো এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে, কতটা এগিয়েছে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের কাজ? এসব একাধিক বিষয় নিয়েই বৃহস্পতিবার নবান্নে আলোচনায় বসতে চাইছেন মুখ্যমন্ত্রী।
বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের থেকে তাঁদের অভাব, অভিযোগের কথা শোনার পাশাপাশি সরজমিনে পরিস্থিতি তদারকি করছেন। পাশাপাশি বন্যা কবলিত একাধিক জেলা থেকে প্রশাসনিক বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তিনি। আরজি কর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দিকে কড়া নজর রয়েছে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতার|আন্দোলনকারী পড়ুয়া-ডাক্তারদের দাবি মেনে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে তৎপর রাজ্য। বৃহস্পতিবারের বৈঠকে মমতা রাজ্যের মেডিক্যাল কলেজগুলির উচ্চপদস্থ কর্তাদের কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *