দেবরীনা মণ্ডল সাহা :-সেজে উঠছে বোলপুরের তৃণমূল পার্টি অফিস। মঙ্গলবার সকালেই কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে মিটিংও সেরেছেন। বুধবার সকালেই দেখা গেল, ফের অনুব্রতর ছবিতে সাজানো হয়েছে ওই কার্যালয়।
অনুব্রত ফিরতেই সাজো সাজো রব পার্টি অফিস জুড়ে। পার্টি অফিসের বাইরে ও ভেতর থেকে সরিয়ে দেওয়া হল কোর কমিটির সদস্যদের ছবি। বদলে গোটা অফিস হয়ে উঠল অনুব্রতময়। কোথাও জ্বলজ্বল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অনুব্রতর ছবি, কোথাও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ‘বীরভূমের বাঘ’।দরজার গ্রিল ও গেট রঙ করা হচ্ছে। চলছে কার্যালয় পরিষ্কারের পাশাপাশি রংয়ের কাজও।হোর্ডিংয়ে ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির ৫ সদস্য । যে কোর কমিটি অনুব্রতর জেলযাত্রার পর তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে হোর্ডিং সরানো হয়েছে সেখানে ছিল আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষের ছবি। সেই হোর্ডিং এবার সরানো হল বীরভূম তৃণমূলের জেলা কার্যালয় থেকে। বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয় সেজেছে অনুব্রত মণ্ডলের কাটআউটে। গতকাল চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরীদের সঙ্গে দেখাও করেননি অনুব্রত। ২০১৮ সালে বোলপুর পার্টি অফিস উদ্বোধন করেন অনুব্রত নিজে। প্রায় প্রতি দিন নিয়ম করে এখানে বসতেন তৎকালীন জেলা সভাপতি।