Breaking News

বারুইপুরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন গৃহশিক্ষকের! কাঠগড়ায় রেল কর্মী-শিক্ষক

দেবরীনা মণ্ডল সাহা :-আরজি করের রেশ না মিটতেই আবার কলকাতা শহরতলিতে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়াটারে। নাবালিকা ছাত্রীকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তাকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় |ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত রেলকর্মী বিশ্বনাথ সরদার। তিনি রেলের কর্মী হওয়ার পাশাপাশি প্রাইভেট টিউশনিও পড়াতেন। প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত অনেকেই তার কাছে টিউশান পড়ত। অষ্টম শ্রেণীর ছাত্রী এই নাবালিকাও তার কাছে টিউশন পড়ত। অভিযোগ, পড়ানোর ফাঁকে মাঝেমধ্যেই তার গায়ে হাত দিত অভিযুক্ত। অন্যদের অনুপস্থিতিতে লাগাতার ধর্ষণের অভিযোগ। নির্যাতিতাকে হুমকির অভিযোগও উঠেছে। অভিযোগ, নির্যাতিতা যাতে কারোর কাছে মুখ না খোলে তার জন্য তাকে খুনের হুমকিও দেওয়া হয়, এমনকি নির্যাতিতার বাবা ও মাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন আতঙ্কে ছিল ওই পড়ুয়া। দিনে দিনে কথা বলা কমিয়ে দিয়েছিল, ক্রমশ মানসিক অবসাদ তৈরি হওয়ায় তাকে মানসিক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাও করানো হয়। বেশ কয়েকটি কাউন্সেলিংয়ের পর আতঙ্ক কাটিয়ে মায়ের কাছে বিষয়টি জানায় নির্যাতিতা। বিষয়টি জানার পরেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *