Breaking News

খাতা দেখাতে গিয়ে ‘খারাপভাবে স্পর্শ’ ছাত্রীকে! স্কুলের বাইরে অভিভাবকদের তুমুল বিক্ষোভ হুগলির স্কুলে

প্রসেনজিৎ ধর,হুগলি :-অসৎ উদ্দেশে এক ছাত্রীর শরীর স্পর্শ করার অভিযোগ উঠল বলাগড় মিলনগড় যতীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার স্কুলে খাতা দেখানোর সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ওই ছাত্রী। বাড়ি গিয়ে মাকে সব কথা জানায় সে। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। বলাগড় থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে ছাত্রীর পরিবার। প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁরা অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করবেন। যদিও শুক্রবার স্কুলে যাননি অভিযুক্ত শিক্ষক| পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার হোমওয়ার্কের খাতা দেখানোর সময় অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে ‘অশালীন ভাবে স্পর্শ’ করেছেন। পরিবারের অভিযোগ, ‘অসৎ উদ্দেশ্য’ নিয়ে এই কাজ করা হয়েছে। ছাত্রী বাড়ি ফিরে মাকে ঘটনার কথা জানায়। এর পর শুক্রবার পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার। শুক্রবার ওই ছাত্রীর বাড়ির লোকজন ছাড়াও বেশ কয়েক জন অভিভাবক স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন | শিক্ষকদের স্কুলগেটের বাইরে আটকে রেখে চলে বিক্ষোভ। খবর পেয়ে পেয়ে স্কুলে পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। অভিভাবকদের দাবি, ওই শিক্ষককে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। স্কুলে মদ্যপ অবস্থায় আসেন তিনি। স্কুল কর্তৃপক্ষ সব জেনেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন না। স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ঘটনার কথা জানতে পেরেই স্কুল পরিচালন সমিতিকে জানিয়েছি। ওই শিক্ষক মদ খেয়ে স্কুলে আসে কিনা তা আমার জানা নেই। এলাকার শিক্ষানুরাগী অভিভাবকদের নিয়ে বিষয়টি আলোচনা করব।” দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। অভিযুক্ত ফোনে এই ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার সপ্তম শ্রেণির ক্লাস নিতে যান। ছাত্রছাত্রীরা বলেছিল লাইব্রেরিতে যাবে।তাদের লাইব্রেরিতে নিয়ে গিয়েছিলাম। পড়াশোনা করার পর সবাই বেরিয়ে আসে। এর কিছু সময় পর সহ-শিক্ষকদের থেকে জানতে পারি যে এমন একটা গুঞ্জন শুরু হয়েছে।’’ তাঁর সংযোজন, ‘‘হেনস্তা হতে পারি, এই আশঙ্কায় আজ (শুক্রবার) স্কুলে যাইনি। ওই ছাত্রীর বয়সি আমার ছেলে আছে। মিথ্যা অভিযোগ করা হয়েছে আমার বিরুদ্ধে। আইনতই এর জবাব দেব।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *