বিশ্বজিৎ নাথ :- গত ১৮ সেপ্টেম্বর কামারহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ আউট পোস্টের উদ্বোধন করা হয়েছে। তবুও গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রোগীর পরিবারের লোকজনের হাতে মার খেতে হয়েছে কর্তব্যরত জুনিয়র চিকিৎসক এবং নার্সিং স্টাফদের। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। এবার হাসপাতালের নিরাপত্তা কঠোর করতে একজন অফিসার ইনচার্জ নিযুক্ত করা হয়েছে পুলিশ আউট পোস্টে। সোমবার সদ্য নিযুক্ত ওসিকে সঙ্গে নিয়ে গোটা হাসপাতাল ক্যাম্পাস ঘুরে দেখালেন হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি জানান, হাসপাতালের সুরক্ষার ব্যবস্থা ওসিকে বুঝিয়ে দেওয়া হল। সিসিটিভি ক্যামেরা মোতায়ন নিয়ে সুপার বলেন, আগে থেকেই হাসপাতালে ২৪৪ টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। আরজি কর হাসপাতালের ঘটনা পর আরও ৪০ টি সিসিটিভি ক্যামেরা বসানোর টেন্ডার হয়েছে। ক্যামেরা বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। তাছাড়া স্বাস্থ্য ভবনের তরফে আরও ৩২০ টি সিসিটিভি ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে একটি ওয়েবল সংস্থাকে। উক্ত সংস্থা কাজও শুরু করে দিয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়ে যাবে বলে ওয়েবল সংস্থার তরফে জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal