দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে পেশ করার পর গ্রেফতার করেছে সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর স্বাভাবিকবাবেই আরও বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর |
ইডির মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ। মঙ্গলবারই সেই মামলায় কেন্দ্রীয় সংস্থাকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি নিম্ন আদালতকে পার্থর মামলা দ্রুততার সঙ্গে শোনার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে একই মামলায় ধৃত অয়ন শীলকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এসএসসি মামলাতে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিক মামলাতেও তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়েছে সিবিআই। এর বিরোধিতা করেও কোনও লাভ পাননি পার্থর আইনজীবী। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তদন্ত করে সম্প্রতি তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের নাম পেয়েছে। তাই তাঁকে এবং অয়ন শীলে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি বলে মনে করছে সিবিআই।