নিজেস্ব সংবাদদাতা :- মাদক কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংকে গলসি থেকে কলকাতায় নিয়ে আসা হল | বুধবার ভোর পৌনে পাঁচটা নাগাদ লালবাজারে ঢোকানো হয় রাকেশকে বলে সূত্রের খবর | মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের গলসিতে নাকা চেকিংয়ের সময় ধরা পড়েন বিজেপি নেতা | তবে রাকেশকে সাংবাদিকদের থেকে আড়াল করতে কার্যত নাটকীয়ভাবে লালবাজারে ঢোকান গোয়েন্দারা | লালবাজারের মেন গেটের থেকে কয়েক পা ভিতরে দুটো ট্রাভেলার দাঁড় করানো হয় | যাতে বাইরে থেকে ভিতরের জায়গা আড়াল হয়ে যায় | এরপর লালবাজারের আউট গেট দিয়ে রাকেশকে ভিতরে ঢোকান হয়। এরপর দুটো ট্রাভেলারের মাঝখান দিয়ে আড়াল করে নিয়ে যাওয়া হয় তাঁকে|মঙ্গলবার রাতে ২ নম্বর জাতীয় সড়কের ধারের খানো এলাকায় নাকা চেকিং চলছিল | রাকেশ সিং-এর ফোন ট্র্যাক করে কলকাতা পুলিশ জানতে পারে জাতীয় সড়ক ধরে পূর্ব বর্ধমানের দিকে এগোচ্ছেন তিনি | গলসিতে নাকা চেকিংয়ের সময় ধরা পড়েন বিজেপি নেতা | আটক করা হয় রাকেশের গাড়ি চালক ও নিরাপত্তারক্ষীকে | তাঁর গাড়িটিও হেফাজতে নেওয়া হয়েছে |
গ্রেফতারের পর রাকেশ সিং বলেন, “এই ভাবে ফাঁসিয়ে, আমাকে ভিতরে ঢুকিয়ে তৃণমূল কখনই ক্ষমতায় আসবে না | আমার বাড়ির ভিতর পুলিশ ঢুকিয়ে, ছেলেদের গ্রেফতার করিয়ে কি তৃণমূল আর ক্ষমতায় আসবে ভাবছে? এটা লজ্জা|” এর আগে মঙ্গলবার দক্ষিণ কলকাতায় রাকেশের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ | সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠায় রাকেশের দুই ছেলে শুভম এবং সাহেবকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় | রাতে তাঁদের গ্রেফতার করা হয় | মাদককাণ্ডে রাকেশের সঙ্গী জিতেন্দ্র সিংয়কেও গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ | ধৃত ২ জনকেই আজ আদালতে তোলা হবে। পুলিশের দাবি, পামেলা-কাণ্ডে যোগ রয়েছে রাকেশের এই সঙ্গী জিতেন্দ্র সিংয়েরও |