প্রসেনজিৎ ধর, হুগলী :- এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শ্রীরামপুরবাসী | নিজেরই বন্দুক থেকে গুলি ছুটে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর | বেসরকারি ওই নিরাপত্তারক্ষীর নাম আখতারুল শেখ |
জানা গেছে মঙ্গলবার,শ্রীরামপুরে সিইএসসি অফিস থেকে টাকা নেবার জন্য দাঁড়িয়ে ছিলো ভ্যান | সেই ভ্যান থেকে নামার সময় নিজের রাইফেল থেকে গুলি ছুটে যায় ওই নিরাপত্তারক্ষীর | গুলিবিদ্ধ অবস্থায় তৎক্ষণাৎ তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় | কিন্তু শেষরক্ষা হল না | চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন| এটা কি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে রাইফেল থেকে গুলি ছুটে নিরাপত্তারক্ষীর মৃত্যু হল সে বিষয়ে তা খতিয়ে দেখছে পুলিশ | ঘটনার তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ | এই ঘটনায় নিরাপত্তারক্ষীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে |