নিজস্ব সংবাদদাতা :- কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এমনটাই সূত্রের খবর | প্রথম দিন জিজ্ঞাসাবাদ পর্বে রুজিরার উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই কর্তারা|সিবিআইয়ের করা বেশিরভাগ প্রশ্নের উত্তরই ‘জানি না’ বলে এড়িয়ে গিয়েছেন রুজিরা | প্রসঙ্গত,মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা |
এদিন রুজিরাকে মূলত যে প্রশ্নগুলি করা হয় সেগুলি হল,আপনার প্যান কার্ডের নম্বর কী?কোন কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে?জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে, তা কার সঙ্গে রয়েছে?বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে, তার সংখ্যা কত?ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার স্টেটমেন্ট দেখাতে পারবেন?বার্ষিক আয় কত? আয়ের উৎস চাকরি না ব্যবসা?শেষ পাঁচ বছরে কত টাকা আয়কর দিয়েছেন? আয়কর রিটার্ন দেখাতে পারবেন?বিদেশের ব্যাঙ্কে লেনদেনের টাকা কোথা থেকে এসেছে? সিবিআই সূত্রে খবর, রুজিরা এদিন বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেননি | রুজিরার বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সিবিআই টিমের সদস্যরা | সিবিআই সূত্রের খবর, তাইল্যান্ডের ব্যাঙ্কের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট তাঁর নামে নয় বলে দাবি করেন রুজিরা | কাগজ দেখালেও তা চিনতে অস্বীকার করেন | সূত্রের খবর,এবার তাইল্যান্ডের সংশ্লিষ্ট ব্যাঙ্কে নোটিস দিতে চলেছে সিবিআই | এদিন রুজিরার বয়ান রেকর্ড করার সময়ে ভিডিয়োগ্রাফি করা হয় | রুজিরার বোন মেনকা যা বয়ান দিয়েছেন, তার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে |