প্রসেনজিৎ ধর,কলকাতা :- রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ৭ সদস্যের টিম গঠন নবান্নের। অবসরপ্রাপ্ত রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে বলে খবর।প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ফের একদফা খতিয়ে দেখা হবে। প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি যে সমস্ত এলাকাকে ‘মারাত্মক’ বলে বলে করা হবে সেগুলিকে চিহ্নিত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী সেসব জায়গায় মোতায়েন করা হবে। প্রতিটি ঘটনার মূল্যায়ণ করা হবে। এবং হাসপাতালের কর্মীদের মধ্যে নিরাপত্তা, সেলফ সিকিওরিটি বাড়ানোর ব্যবস্থা করবে এই কমিটি।নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্তকারী দলে রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডিজি ছাড়াও রয়েছেন কর্নেল এন পাল সিং, জয় বিশ্বাস, তাপস মাইতি, পুষ্পা, সৌম্য ভট্টাচার্য ও খলিদ কাইজার। পাশাপাশি তদন্তকারী দলের কাজ হবে বা কেমনভাবে তাঁরা কাজ করবেন সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে।রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশও যেমন সেখানে রয়েছে তেমনি স্বাস্থ্যকর্মীদের জন্য কাজের পরিবেশ তৈরির নির্দেশ-সহ একাধিক গাইডলাইনস দিয়েছে নবান্ন। সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে আগামী দু’মাসের মধ্যে নবান্নে রিপোর্ট জমা দেবে তদন্তকারী দল।