Breaking News

প্রতিবাদের কলকাতায় শ্রীভূমিতে উৎসবের উদ্বোধনে মমতা!বাজালেন ঢাক, ধামসাও,উদ্বোধন দুটি দমকল কেন্দ্রের

দেবরীনা মণ্ডল সাহা , কলকাতা :- মহালয়ার আগের দিনই শারদোৎসবের সূচনা হয়ে গেল বাংলায় । শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় গিয়ে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিকেলে শ্রীভূমির মণ্ডপে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় । ফিতে কেটে শারদোৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে ঢাকও বাজান তিনি ।সেই সঙ্গেই শ্রীভূমির পুজো উপলক্ষে প্রতিবারই প্রচুর ভিড় হয়। সেটা নিয়েও সতর্ক করে দিলেন মমতা।
এদিকে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এবার এ নিয়ে যথেষ্ট সতর্ক মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। ধর্ম শাস্ত্র এসব আমিও কিছুটা জানি…আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী । মমতা বলেন, সবাই সুন্দর থাকুন। লাবণ্যে ভরা আপনাদের পুজো।…আগে মানুষের মতো মানুষ হোক। মানবিকতাকে প্রণাম। তিনি বলেন জয় মা দুর্গার জয়। জয় বাংলার জয়। এবার তিরুপতির বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমির পুজো। বিরাট মণ্ডপ। বেশ দৃষ্টিনন্দন মণ্ডপ। এদিকে শ্রীভূমিতে গিয়ে ঢাক বাজান মমতা। অনেকেই সেই ছবি মোবাইলবন্দি করার চেষ্টা করেন। তবে এদিন ঠাকুরের উদ্বোধন করেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি শ্রীভূমির উৎসবের উদ্বোধন করেন। এদিন তাঁর পাশে মন্ত্রী সুজিত বসু ছিলেন। পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। একদিকে কলকাতায় যখন প্রতিবাদ মিছিলে মুখর তখন উৎসবের সূচনা করলেন মমতা বন্দোপাধ্যায় । মহালয়ার আগেই শুরু হল উৎসব। শ্রীভূমির মণ্ডপের দরজা খুলে দেওয়া হল দর্শনার্থীদের জন্য। এদিনও বন্যা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ‘এই বন্যাটা ম্যান মেড। আমরা সব জায়গায় ত্রাণের ব্যবস্থা করেছি। ত্রাণের জন্য ড্রাই ফুডের প্যাকেট আমাদের দলের ছেলেরা বানিয়ে দিচ্ছেন। প্রথম ত্রাণের প্যাকেট বানিয়ে দেয় পার্থ ভৌমিক। আমরা সেটা ঘাটালে বিলি করেছি।’ উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গে বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেছেন নেপালের কোশী নদী থেকে ছাড়া জল এবং ডিভিসিকে। এদিন ৫০টি মোটরসাইকেল তিনি তুলে দেন দমকল কর্মীদের হাতে। মোটরসাইকেলগুলি দমকল কর্মীদের হাতে তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, এই মোটরসাইকেলে ঘিঞ্জি এলাকায় সহজে ঢোকা যাবে। এর পাশাপাশি এদিন পুলিশের হাতে কিছু ই-সাইকেলও তুলে দেওয়া হয়। যা সাধারণভাবে চালানো ছাড়াও ব্যাটারির সাহায্যে চালানো যাবে। দমকলমন্ত্রী ছাড়াও এদিন ছিলেন সাংসদ সৌগত রায় ও কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী ও অন্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *