প্রসেনজিৎ ধর, কলকাতা :- দার্জিলিং-এ মারাত্মক বিপর্যয় | টানা বৃষ্টিতে নাজেহাল জনজীবন। রাতভর বৃষ্টি পড়ছে পাহাড় জুড়ে। বুধবার রাতে একাধিক জায়গায় ধস নেমেছে পাহাড়ে। এই ভয়ঙ্কর ধসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পাহাড় জুড়ে বিভিন্ন জায়গায় ধস নেমেছে, যার ফলে মৃত্যুবরণ করেছেন রঘুবীর রাই নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ। ধসের জেরে দার্জিলিংয়ের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামে ধসের সময় নিজের ঘরে ছিলেন রঘুবীর রাই। প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ধস তাঁকে জীবনের শেষ মুহূর্তে ফেলে দেয়। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের আর্থিক সাহায্য প্রদান করেন।পুজোর মুখে এই ভয়াবহ বিপর্যয়ে পর্যটন শিল্পে বড় ক্ষতি করতে পারে বলে অনুমান করা যাচ্ছে।