দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এতদিন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের প্রতি সমর্থন ছিল অতি সাধারণ মানুষের তাঁদের অনেকেও এখন সরে আসতে চাইছেন। কারণ একটাই কর্মবিরতি। সেক্ষেত্রে কি জুনিয়র ডাক্তাররা এবার কর্মবিরতি থেকে সরে আসবেন? সূত্রের খবর, দ্বিতীয়বার কর্মবিরতি শুরু করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কর্মবিরতি থেকে সরে এলে আন্দোলন কোন পথে এগোবে? এবার সেই নিয়ে বৈঠক হতে চলেছে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের মধ্যে।
জানা গিয়েছে, আরজি কর হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হতে চলেছে সিনিয়র ডাক্তারদের। যদি কর্মবিরতি প্রত্যাহার করা হয়,তবে আন্দোলনের কি গতিমুখ থাকবে? সিনিয়র ডাক্তাররা কতটা কর্মবিরতির পক্ষে? এই সমস্ত বিষয় নিয়েই বিশদে বৈঠক করবেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। কর্মবিরতি তুলে নেওয়া প্রসঙ্গে আন্দোলনকারীদের অন্যতম কিঞ্জল নন্দ বলেন, বিষয়টি আলোচনা সাপেক্ষ। আলোচনা চলছে। আলোচনা করে আমরা এই বিষয়ে জানাব। সিনিয়র ডাক্তারদের সঙ্গেও আমাদের কথা হবে। বিভিন্ন বিভাগের সঙ্গে আমরা কথা বলব। তাঁরা কী চাইছেন।সেটা বুঝব।কারণ আন্দোলনের শুরু থেকে তাঁরা সঙ্গে রয়েছেন।তবে সিনিয়র চিকিৎসকদের একাংশের মতে, কর্মবিরতি থেকে সরে আসুন। না হলে সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে। সব মিলিয়ে বাংলার মানুষেরও প্রশ্ন কর্মবিরতি থেকে কি সরে আসবেন জুনিয়ররা?
সেই প্রশ্নের উত্তর মিলবে বৈঠকের পরে। তবে ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে সমস্যার কথা ক্রমশ সামনে আসছে।