নিজস্ব সংবাদদাতা :- টিটাগড়ে ৩৮ বছরের পুরনো পুজো বন্ধের প্রতিবাদে থানায় বিক্ষোভ পুজো উদ্যোক্তাদের। টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে ৩৮ বছর ধরে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি।ক্ষিপ্ত জনতা এদিন টিটাগড় থানায় গিয়ে বিক্ষোভও দেখান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণ সংঘ মহাবীর দুর্গাপুজো কমিটি দীর্ঘ বছর ধরেই টিটাগড় ওয়াগন লিমিটেডের রেললাইনের উপরে পুজো করে আসছে। সেইমত এই বছরও পুজোর জন্য বৃহস্পতিবার খুঁটিপুজোর আয়োজন করে পুজো কমিটি। কিন্তু আপত্তি তুলে পুলিশের তরফে জানানো হয়, ওখানে পুজো হবে না এবছর। তা নিয়েই বচসা বাঁধে পুজো উদ্যোক্তাদের।তবে পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, “৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কতৃপক্ষের কাছে পুজোর জন্য দশ দিন চাওয়া হয়েছিল।” কিন্তু ওয়াগান কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ| প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের তরফে তাদের জানানো হয় যে এবার পুজো করার ক্ষেত্রে কারখানার আপত্তি রয়েছে। তারা পুজো করতে পারবে না। তা শুনে ক্ষোভে ফেটে পড়েন পুজো কমিটির সদস্যরা। বাসিন্দাদের সঙ্গে নিয়ে তাঁরা টিটাগড় থানায় গিয়ে বিক্ষোভ দেখান।