দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাঁশদ্রোণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ঘাতক মাটি কাটার গাড়ির (জেসিবি) মালিক ও অভিযুক্ত চালককে তল্লাশি চালিয়ে আটক করা হয়েছিল। দিনভর জেরার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত চালক শম্ভু রাম ও গাড়ির মালিক বিশ্বকর্মা শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতা পুলিশের দক্ষিণ শহরতলির ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত। বুধবার বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাটুলি থানার ওসিকে কাদা জলে নামিয়ে চলে বিক্ষোভ। সেই ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেফতার করার দাবি করল কলকাতা পুলিশ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিদিশা কলিতা দাশগুপ্ত বলেন, অভিযুক্ত দমদম ও চিৎপুরের সীমান্তবর্তী কোথাও লুকিয়ে রয়েছে বলে আমাদের কাছে খবর ছিল। সেই অনুসারে অভিযান চালিয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। অভিযুক্ত শম্ভূ রামকে আশ্রয় দিয়েছিলেন গাড়িটির মালিক। তাঁকেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম বিশ্বকর্মা শর্মা।তিনি বলেন, ওই ঘটনায় যারা পুলিশকে হেনস্থা করেছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করছে পুলিশ। তবে সেদিন তৃণমূলের যে গুন্ডারা পুলিশ আধিকারিকদের ঘেরাও মুক্ত করতে স্থানীয়দের ওপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ হয়েছে তা জানাননি তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal