Breaking News

সোনাগাছি নিয়ে বিতর্কিত মন্তব্য, বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট!গ্রেফতারির পথে প্রাক্তন আইজি?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর সোনাগাছি মন্তব্যের জেরে বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট | তাঁর রক্ষাকবচের আবেদনে সাড়াই দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ নভেম্বর।দিন কয়েক আগে একটি আলোচনাসভায় পঙ্কজবাবু বলেন, “জঘন্য, পাশবিক, নারকীয় ঘটনা ঘটতে পারে, কেউ এরকম ভাবতে পেরেছিলেন? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত, আমরা বলতাম এটা হতেই পারে। কিন্তু এই ঘটনা আর জি করের মতো জায়গায় হতে পারে না।” এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধে। বটতলা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন আইজি।গতকালই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে কোনওরকম রক্ষাকবচ দিতে অস্বীকার করে। এরপর তিনি দ্বারস্থ হন প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ কোনওরকম আবেদন শুনতেই অস্বীকার করে। হাইকোর্টের সাফ পর্যবেক্ষণ, একজন আইপিএস অফিসার হয়ে তিনি যদি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে থাকেন, তবে তাঁকে তার ফল ভোগ করতে হবে। প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত বলেন, “আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।” তাঁর এই বক্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক। গতকাল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা উঠলে দু’পক্ষকেই তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *