প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার পুজোর আগে টাকা ফেরত পেতে শুরু করলেন রোজভ্যালির আমানতকারীরা। সূত্রের খবর, প্রথম দফায় ৭ হাজার ৩৪৬ জন আমানতকারীদের টাকা ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর আমানতকারীদের ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিনের বৈঠকে ইডির জয়েন্ট ডিরেক্টর জানান, ‘প্রথম দফার টাকা ফেরানোর কাজ শুরু হল। ১০ হাজার ২০০ টাকা করে আমানতকারীদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। আগামীদিনেও ধীরে ধীরে বাকিরা তাঁদের অর্থ ফেরত পাবেন।’ প্রতি মাসেই ধীরে ধীরে টাকা পাঠানোর আশ্বাস দেন আশ্বাস তিনি | টাকা ফেরত চেয়ে মোট ২৮ লক্ষ ১০ হাজার ৭১৪ আবেদন জমা পড়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু স্ক্রুটিনির পরই অনেক আবেদনই বাতিল করে দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার ৭ হাজার ৩৪৬ জনকে টাকা ফেরানোর কাজ শুরু হল।