প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুক্রবার সকালে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, শাসকদল তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এই অভিযোগে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিং।বিষয়টি নিয়ে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। হামলায় এনআইএ তদন্ত দাবি করেছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। মামলায় যুক্ত সবপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।শুক্রবার সকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট, বোমা ও গুলি চালায় বলে অভিযোগ। জগদ্দলের মেঘনা মোড়ে উত্তেজনা ছড়ায়। বোমার স্পিন্টার তাঁর পায়ে লাগে বলেই অভিযোগ। তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবল এই কাজ করেছে বলেই দাবি প্রাক্তন সাংসদের। অর্জুন সিং দাবি করেন, “২০-২৫ জন পুলিশকর্মী ছিলেন। তাঁদের সামনেই বোমা ছোড়া হয়। কয়েকজন পুলিশকর্মীকেও হামলাকারীরা ধাক্কা দেয়।” তিনি আরও বলেন, “নমিতের সঙ্গে এনআইএ মামলার কয়েকজন আসামিও আমার বাড়িতে হামলা চালায়।” এর পরই হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা।যদিও অর্জুনের অভিযোগ উড়িয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুনকে কটাক্ষ করে বলেছেন, “অর্জুন নিজে গুলি ছুড়েছে, আর ওঁর দলবল এই বোমাবাজি করেছে। আসলে নিজের পায়ের মাটি সরে গেছে। বিজেপির জোর নেই। তাই রাজনীতিতে টিকে থাকতে এসব করে প্রচারে থাকতে চাইছে।”
যদিও হামলার ঘটনায় জগদ্দল থানার পুলিশ শনিবার সকালে চার জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে হামলা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে।