নিজস্ব সংবাদদাতা :- সামান্য বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। পঞ্চমীর সন্ধ্যায় আরামবাগ শহরের পুরাতন বাজারের ঘটনা। নিহত দেবাশিস আশ (৩২) আরামবাগের শ্রীনিকেতন পল্লির বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা হেমন্ত পালকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পুরাতন বাজারে কোনও কাজে এসেছিলেন দেবাশিসবাবু। সেখানে তিনি দেখেন, ভাইপো সায়ন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হেমন্ত পালের বচসা হচ্ছে। বিষয়টি মিটমাট করতে গেলে দেবাশিসকে লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা ও তার অনুগামীরা। মাথার পিছনে গুরুতর আঘাত পান দেবাশিস। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ভাইপো ও স্থানীয়রা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ থানার ওসিসহ পুলিশবাহিনী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁর বক্তব্য, ‘এই সমস্ত সমাজবিরোধীদের সমাজে থাকার কোনও অধিকার নেই।’ ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal