প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস নিয়ে চাঞ্চল্য। কীভাবে হাসপাতালে রক্তমাখা গ্লাভস এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে তদন্তের নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।অভিযোগ, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। এগুলো থেকে এইচআইভি, হেপাটাইটিসের মতো রোগ ছড়াতে পারে। চাঞ্চল্যকর অভিযোগ জুনিয়র চিকিত্সকদের। জুনিয়র চিকিত্সকদের অভিযোগ নিয়ে বিবৃতি স্বাস্থ্য সচিবের। তদন্ত চান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।ওই হাসপাতালের এক ইন্টার্নের দাবি, চিকিৎসা করার সময় তিনি রক্তমাখা গ্লাভসটি দেখতে পান। তাঁর দাবি, বৃহস্পতিবার সকালে একজন এইচআইভি রোগীর রক্ত নেওয়ার জন্য গ্লাভস নেন। প্যাকেট থেকে বের করতে গিয়ে তিনি ভাবেন প্রথম গ্লাভসটা হয়তো কোনও কারণে নোংরা ছিল। সেই গ্লাভস ফেলে অন্যটা নিতে গিয়েও দেখেন একই অবস্থা। প্রায় প্রত্যেকটি গ্লাভসই নোংরা। নার্স জানান, সকালে ওই গ্লাভসের প্যাকেটটি খোলা হয়। চিকিৎসকদের দাবি, এমন রক্তমাখা গ্লাভস হাতে পরে চিকিৎসা করলে রোগীদের শরীরে সংক্রমণ হতে পারে। বিশেষত হেপাটাইসিস কিংবা এইচআইভি-র মতো রক্তবাহী রোগ ছড়াতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা |স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ওই গ্লাভসগুলিকে আলাদা করে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। বলেন, “সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতেও বলা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”