নিজস্ব সংবাদদাতা :- আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝে ফের এক তরুণীর দেহ উদ্ধার হল। কৃষ্ণনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক্ষেত্রেও ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কারণ অর্ধনগ্ন অবস্থায় ওই দেহ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, তরুণীর দেহের একাংশ পোড়ানো হয়েছে বলেও দাবি। রিপোর্টে জানা গিয়েছে, বুধবার সকালে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিসের খুব কাছেই অবস্থিত একটি পুজো মণ্ডপ লাগোয়া এলাকা থেকে মিলেছে এই তরুণীর মৃতদেহ। আশ্রমপাড়া বারোয়ারি পুজোর সামনে থেকে উদ্ধার সেই দেহটি অর্ধনগ্ন ছিল। এদিকে পরিচয় গোপনের জন্যে বা প্রমাণ লোপাটের জন্যেই হয়ত তরুণীর মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আবহে মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। এলাকাবাসীর দাবি, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। অপরদিকে পুলিশের অনুমান মেয়েটিকে অন্যত্র খুন করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ প্রথম মৃতদেহটি দেখতে পান কয়েকজন প্রাতঃভ্রমণকারী। জেলা পুলিশ সুপারের অফিসের ঠিক পিছনে আশ্রমপাড়া বারোয়ারির উল্টো দিকে তরুণীর দেহটি পড়ে ছিল। এরপরই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ঘটনাটি জানানো হয়। দেহটি উদ্ধরা করে নিয়ে যায় পুলিশ। সেটিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সঞ্জয় মিতকুমার মাকোয়ান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করেছে। তবে এখনও দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।” প্রত্যক্ষদর্শীদের মতে, তরুণী ২০-২১ বছর বয়সি হবে। দেহ উদ্ধারের সময় পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। কিছুটা ছিঁড়ে গিয়েছে। আবার কিছু অংশ পুড়ে গিয়েছে।