Breaking News

দ্রোহের কার্নিভালে অপর্ণা সেন, অনশন মঞ্চ থেকে স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’!মানববন্ধনে ‘পুলিশি বাধা’,প্রবল বিক্ষোভের মুখে ডিসি সেন্ট্রাল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন শ’য়ে শ’য়ে মানুষ। এসবের মাঝেই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে হাজির হলেন অপর্ণা সেন, উষসী চক্রবর্তী, দেবলীনা দত্তরা। এদিকে ধর্মতলা চত্বরে মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ তুলে ডিসি সেন্ট্রালকে ঘিরে প্রবল বিক্ষোভে আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধর্মতলা চত্বরে।গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধেয় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে রানি রাসমণি রোডে। দ্রোহের কার্নিভালে অপর্ণা সেন। অনশন মঞ্চ থেকে স্লোগান দিলেন ‘উই ওয়ান্ট জাস্টিস’! দ্রোহের কার্নিভালে রয়েছেন চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তীও। অপর্ণা সেন বলেন, ” আমি ওদের সঙ্গে সবসময় আছি। আদালত বুঝতে পেরেছে, তাই দ্রোহের কার্নিভালেরর অনুমতি দিয়েছে। আদালতকে ধন্যবাদ। এত মানুষের লড়াই বিফলে যেতে পারে না। এটা মানুষের কার্নিভাল। এটাই আসল কার্নিভাল। রেড রোডের কার্নিভাল নিয়ে কোনও মন্তব্য করব না। এই লড়াই জয় পাবেই।”
এদিন চিকিৎসকদের ডাকা মানব বন্ধন কর্মসূচিতে হাজির হয়েছিলেন প্রচুর সাধারণ মানুষও। অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ডিসি সেন্ট্রাল কিছু বলেন। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। রীতিমতো চারিদিক থেকে পুলিশ কর্তাদের ঘিরে ফেলে গো ব্যাক স্লোগান শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকদের সুরক্ষায় এগিয়ে আসতে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। তাঁদের কথায়, আমরা কোনও অশান্তি চাইছি না। আমাদের মূল দাবি নির্যাতিতার বিচার। সেই বিচারের দাবিতে হওয়া আন্দোলনে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আন্দোলন প্রভাবিত হতে পারে। সেটা আমরা হতে দেব না। রীতিমতো পুলিশ কর্তাদের চারিদিকে মানবশৃঙ্খল তৈরি করে সাধারণ মানুষের মধ্যে থেকে দূরত্বও তৈরি করতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *