Breaking News

ডা. অভিজিৎ চৌধুরীর সঙ্গে কী যোগ সারদার? সারদা কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক তথ্য সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-. অভিজিৎ চৌধুরীর সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের যোগ,এমনই অভিযোগ জানিয়ে লিভার ফাউন্ডেশনের চিকিৎসককে তদন্তের আওতায় আনার দাবি তুলে সিবিআইকে চিঠি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার দুপুরে সিবিআই দফতরে গিয়ে সেই চিঠি দিয়ে এসেছেন তিনি।সারদা মামলার সঙ্গে সম্পর্কিত তদন্তকারী আধিকারিককে এই চিঠি লিখেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, নতুন তথ্যের ভিত্তিতে তদন্ত করুন। তিনি লিখেছেন, প্রথম দিন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে তদন্তের সঙ্গে সহযোগিতা করা যায়। যাতে সমস্ত ষড়যন্ত্রকারী ও সারদার বেনিফিসিয়ারির শাস্তি পান। সেক্ষেত্রে নতুন কোনও তথ্য পেলে সেটা জানানো দরকার। সেক্ষেত্রে নতুন এই তথ্যের ভিত্তিতে তদন্ত করা দরকার।কুণাল লিখেছেন, লিভার ফাউন্ডেশনের একজন প্রভাবশালী চিকিৎসক তিনি সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে পরিচিত ছিলেন কি না।
২) সেই চিকিৎসক সেই সময় সিপিএমের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি সুদীপ্ত সেনের সঙ্গে সিপিএমের এক প্রভাবশালী রাজ্য কমিটির সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কি না।
৩) সেই পরিচয়ের জেরে সুদীপ্ত সেন সিপিএমের মুখপাত্রে বিজ্ঞাপন দিতেন নাকি দিতেন না।
৪) সুদীপ্ত সেন ওই লিভার ফাউন্ডেশনের চিকিৎসককে নগদ অর্থ বা ব্যাঙ্কের টাকা ট্রান্সফার করতেন কি না।
৫) সেই সময় ওই চিকিৎসক সুদীপ্ত সেনকে সবরকমভাবে সুরক্ষা দিতেন কি না।উপরোক্ত প্রশ্নগুলির উত্তর খুঁজতে সুদীপ্ত সেন এবং অভিজিৎ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করার আরজি জানিয়েছেন কুণাল। এমনকী প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছেন তিনি। সিবিআই দরকার মনে করলে তাঁকেও ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানিয়েছেন কুণাল। তাঁর কথায়,”সিবিআইয়ের আর সি ৪/১৪ মামলাটি বৃহত্তর ষড়যন্ত্রের মামলা। আমি প্রথম দিন থেকে তদন্তে সহযোগিতা করে এসেছি। নতুন তথ্য পেলে তা তদন্তকারীদের জানিয়েছি। এবারও তাই করলাম।” পরে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, রাজ্যের অন্যতম সিনিয়র চিকিৎসক সম্পর্কে এই তথ্যগুলি সামনে আসছে। এগুলি সঠিক কি না, তা তদন্ত করে দেখুক সিবিআই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *