দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মামলার খরচ চালাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। ব্যাঙ্কে তাঁর রয়েছে ফিক্সড ডিপোজিট। আর এবার তা ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তিনি। এই মামলা বিচারপতি বিভাস পট্টনায়ক শুনতে পারেন। আবেদনে সন্দীপ ঘোষ জানিয়েছেন, পারিবারিক খরচ এবং মামলা–সহ একাধিক খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে। অথচ ক্যানিং–২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির হদিশ পায় ইডি। তারপর নিউটাউনের অন্তর্গত হাতিয়ারায় নোয়াপাড়ায় সন্দীপ ঘোষের একটি তিনতলা বাড়ির সন্ধান মেলে। বেলেঘাটায় দুটি ফ্ল্যাটের সন্ধানও পান তদন্তকারীরা।এসবের মধ্যে থেকে একটি বেচে দিলেই তো বিপুল টাকা চলে আসবে। কিন্তু সেসব করার কথা তিনি আবেদনে উল্লেখ করেননি। ফিক্সড ডিপোজিট ভাঙার কথা উল্লেখ করেছেন। কোন ফিক্সড ডিপোজিট ভাঙবেন তিনি? কত টাকা আছে সেখানে? সেই টাকার উৎস কী? উঠছে প্রশ্ন। প্রথমে আরজি কর হাসপাতালের মূল মামলায় গ্রেফতার না হলেও আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। পরে অবশ্য আরজি কর হাসপাতালের মূল মামলা অর্থাৎ ধর্ষণ–খুনের ক্ষেত্রে তার অঙ্গুলিহেলন আছে অভিযোগ তুলে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রবল আর্থিক অনটনে ভুগছেন বলেই দাবি সন্দীপ ঘোষের। সেই কারণেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।