প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রতিবারের মতো এবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে উলুবেড়িয়ায় বিজেপির মিছিল হওয়ার কথা। কিন্তু তাতে পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ তাঁর। আর এই অভিযোগকে সামনে রেখেই শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই মিছিলের জন্য অনুমতি চাই। সামনে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আছে।অবশেষে উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর জনসভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়ক জনসভায় সবুজ সংকেত দেন। তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি।সোমবার দুপুর ২টোয় হাওড়ার উলুবেড়িয়ায় নেতাজি ক্লাব লাগোয়া মাঠে প্রথমে জনসভা করার আর্জি জানান শুভেন্দু অধিকারী। ক্লাব কর্তৃপক্ষের তরফে প্রথমে অনুমতি দেওয়া হয়। পরে তা প্রত্যাহার করে। এর পর তরুণ সংঘ ক্লাব কর্তৃপক্ষের কাছে জনসভার অনুমতি চান বিরোধী দলনেতা। জানানো হয় পুলিশকেও। তবে পুলিশের তরফে জনসভার অনুমতি পাননি শুভেন্দু। পুলিশের তরফে জানানো হয়, ক্লাবের মাঠ নয়ানজুলি। এটি পিডব্লুউডির অধীনস্থ|এর পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে মামলাটি ওঠে। বিরোধী দলনেতার আইনজীবী জানান,
“নেতাজি ক্লাব প্রথমে জনসভা করার অনুমতি দেয়। পরে চাপের মুখে তা প্রত্যাহার করে। তরুণ সংঘের কাছে অনুমতি চাওয়া হয়। পুলিশকে জানানো হয়। পুলিশ জানিয়েছে, ক্লাবের মাঠ নয়ানজুলি এবং PWD-র অধীনস্থ। অথচ এর আগে রাজাপুর থানার অধীনে ওই মাঠে সভার অনুমতি দিয়েছে হাই কোর্ট।”দুপক্ষের সওয়াল জবাব শোনার পর শর্তসাপেক্ষে জনসভার অনুমতি দেন বিচারপতি বিভাস পট্টনায়ক। তিনি বলেন, আগামী সোমবার দুপুর ২টো থেকে সন্ধে ৬টার মধ্যে জনসভা করতে হবে। ২ হাজারের বেশি জনসভারয় লোক না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।