Breaking News

মুখ্যমন্ত্রীর বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তারেরা, তবে ‘শর্ত’ মেনে অনশন তুলে নয়,জিবি মিটিংয়ে সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তারেরা। তবে এই বৈঠকের জন্য মুখ্যসচিব যে ‘শর্ত’ দিয়েছিলেন, তা মানছেন না তাঁরা। ইমেলে জানানো হয়েছে, অনশন তুলে নেওয়া হচ্ছে না সোমবারের আগে। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রায় ঘণ্টাতিনেক জিবি মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধান্ত জানালেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। জিবি বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘১৪ দিন পর অনশনমঞ্চে আসেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। কিন্তু এই কথোপোকথনে অনশনকারীরা দুঃখ পেয়েছেন। তাঁদের অনুভূতি আঘাত পেয়েছে। আমাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এত দিন পরেও ১০ দফা দাবি নিয়ে উনি হয়তো জানেন না, বা তাঁকে জানানো হয়নি। তবে আমরা কী চাইছি তা বিস্তারিত ভাবে জানিয়েই মুখ্যসচিবকে ইমেল করেছি। প্রয়োজনে তা নিয়ে আমরা কাল আবার বলব।’’ তিনি আরও জানান, সময়মতো বৈঠকে যোগ না দেওয়া অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁদের উপর এই দায় চাপানোর মানসিকতাকে ‘ধিক্কার’ জানাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা এ-ও বলেন, ‘‘আমরা চাই কোনও পূর্ব শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে। নির্দিষ্ট সময়েই আমাদের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। আমরা আশা করছি সদার্থক আলোচনা হবে।’’ তবে যদি বৈঠকের পরেও আলোচনা থেকে কোনও সমাধানসূত্র না বার হয়, তবে মঙ্গলবার পূর্বপরিকল্পিত কর্মসূচি পালন করবেন করবেন বলেও জানান তাঁরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *