প্রসেনজিৎ ধর, কলকাতা :- কুলতলির নির্যাতিতার পরিবার এবার নবান্নে। ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে। তা নিয়ে গত কয়েকদিন যাবৎ রাজ্য রাজনীতি সরগরম। আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সেই পরিবারই এসে পৌঁছয় নবান্নে।সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
৪ অক্টোবর, জয়নগরের মহিষমারির কৃপাখালির বাসিন্দা চতুর্থ শ্রেণির পড়ুয়া। টিউশন পড়তে বেরিয়েছিল। সন্ধে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি সে। তাতেই দুশ্চিন্তা করতে শুরু করেন বাড়ির লোকজন। জয়নগর থানায় যান ওই স্কুলছাত্রীর বাবা। অভিযোগ, সেই সময় তাঁদের থেকে নিখোঁজ অভিযোগ নিতে কার্যত অস্বীকার করে পুলিশ। এর পর থানা থেকে ফিরে আসেন ছাত্রীর বাবা। গভীর রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি জলাজমি থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয়। সেই সময় তার দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া যায় বলেই অভিযোগ। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে।আরজিকর কাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে তুমুল প্রতিবাদ আন্দোলের মধ্যেই পুজোর মুখে নতুন করে ঝড় তুলেছে এই জয়নগর কাণ্ড। ঘটনার পরে, বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা নিশ্চিত করা হবে। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির সাজা হয়েছে। আমি চাই জয়নগরের ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে আদালত ফাঁসির অর্ডার দিক।”এবার নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Hindustan TV Bangla Bengali News Portal