দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতি রাত থেকে শুক্রবারের মধ্যে তা আছড়ে পড়তে চলেছে। তার প্রভাবে বুধবার থেকে শুরু করে কয়েকটা দিন দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কায় দিঘা–সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমস্ত ব্লক আধিকারিককে জেলাশাসকের দফতর থেকে র্নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
সোমবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গল তা গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে যাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ‘দানা’। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ২০ সেন্টি মিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal