প্রসেনজিৎ ধর, কলকাতা :- টালা ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাক্সির ধাক্কায় মৃত্যু বাবা ও মেয়ের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা বিটি রোড সংলগ্ন এলাকায়। ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্যাক্সির চালককে।জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমিতকুমার সাউ। মঙ্গলবার অন্যান্য দিনের মতোই মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন অমিতবাবু। চিৎপুর থানা এলাকায় আচমকা ঘটে দুর্ঘটনা। টালা ব্রিজের কাছে পিছন থেকে আসা একটি ট্যাক্সি কার্যত পিষে দেয় অমিতবাবু ও তাঁর মেয়ে নিকিতাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।তবে কী কারণ এই ঘটনা ঘটল, গাড়ি মাত্রাতিরিক্ত গতিতে ছিল কিনা কিংবা গাড়ির চালক মদ্যপ ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গেই ঘাতক গাড়ির চালককে ধরে ফেলে পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। বেহালার ঘটনার পর পথ নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। পুলিশের ভূমিকা থেকে শুরু করে প্রশাসনের পদক্ষেপ সব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাধারণ মানুষ। সাময়িকভাবে সেই ঘটনার পর রাস্তার নিরাপত্তা বাড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তারপরও এই ধরনের ঘটনা কমানো যায়নি।
Hindustan TV Bangla Bengali News Portal