Breaking News

মালদহে ৮ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী!পুলিশের দ্বারস্থ পরিবার, অপহরণের অভিযোগ পরিবারের

দেবরীনা মণ্ডল সাহা :- বাড়ি থেকে এবার রহস্যজনকভাবে নিখোঁজ স্কুল ছাত্রী | থানায় অভিযোগ দায়ের করেও মিলছে না খোঁজ, উদ্বেগে পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।সাতদিন আগে বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ৷ চারিদিকে খোঁজখবর চালিয়েও তার সন্ধান পাননি অভিভাবকরা ৷ মেয়েকে ফিরে পেতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তাঁরা ৷ নিখোঁজ ডায়েরি করেন বাবা ৷ কিন্তু আজও মেলেনি উত্তর ৷ নাবালিকার কাছে কোনও মোবাইল ফোন না থাকায় তল্লাশিতে বেগ পেতে হচ্ছে বলে জানায় পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বাংলা-বিহার সীমানা এলাকার খোকড়া গ্রামে ৷নিখোঁজ কিশোরীর নাম রোশনি খাতুন ৷ বয়স ১৫বছর,স্থানীয় ভিঙ্গল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সে| বাবা ইমরান আলি পেশায় শ্রমিক| তিনি বলেন, “২০ অক্টোবরের ঘটনা ৷ সেই দিন পাশের বাগমারা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ স্ত্রীকে নিয়ে আমি সেখানে গিয়েছিলাম ৷ মেয়ে বাড়িতে আমার মায়ের সঙ্গেই ছিল ৷ সন্ধ্যা ৬ টা নাগাদ মা ফোন করে আমাকে জানান, মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ প্রথমে ভেবেছিলাম, ও হয়তো আশেপাশে কারও বাড়ি গিয়েছে ৷ আমি মাকেও সেকথা জানাই ৷ কিন্তু খানিক পর ফের ফোন আসে ৷ এবার জানতে পারি, আশেপাশের কোনও বাড়িতেই মেয়ে নেই ৷ সেকথা শুনেই বাড়ি ফিরে আসি ৷ চারদিকে খোঁজখবর শুরু করি ৷ কিন্তু কোথাও মেয়ের হদিশ পাইনি ৷ দু’দিন এভাবেই কেটে যায় ৷ তিনদিনের মাথায় হরিশ্চন্দ্রপুর থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়ারি করি ৷”হরিশ্চন্দ্রপুর থানায় দ্বারস্থ হওয়ার পরেও মেয়ের খোঁজ পায়নি পরিবার। ফলে উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের। এই প্রসঙ্গে জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “নিখোঁজ ছাত্রীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *