প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেশন দুর্নীতি মামলায় এবার ইডির হাতে বড় প্রমাণ। তল্লাশি অভিযানে আট-আটটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিজিটাল ডিভাইস। একইসঙ্গে বাজেয়াপ্ত একাধিক কোম্পানি সংক্রান্ত নথি হাতে এসেছে তদন্তকারী দলের হাতে।এবার এসব যন্ত্রে কী আছে, সেদিকে নজর দিতে চলেছে ইডি। সূত্রের খবর, প্রযুক্তিবিদদের বিশেষ সাহায্য নিয়ে ডিভাইস খোলার চেষ্টা করছেন তদন্তকারীরা।খাদ্য বণ্টন দুর্নীতি কাণ্ডে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশিতে একাধিক নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে ইডি। এই কেলেঙ্কারিতে জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর পাশাপাশি রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, নেতা শংকর আঢ্যরাও গ্রেপ্তার হয়েছিলেন। আপাতত তাঁরা জামিনে মুক্ত। এঁদের কাছ থেকে প্রচুর নথি উদ্ধার করেছে ইডি, যাতে বণ্টনে বেনিয়মের প্রমাণ আছে বলে দাবি ইডির। তবে এসবের বাইরেও প্রচুর ডিজিটাল নথি লুকিয়ে রাখা আছে বলে আগেই অনুমান করেছিলেন তদন্তকারীরা। সেসব উদ্ধারে গত সপ্তাহে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। চার রেশন ডিলার, চার সরবরাহকারী ও এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক ডিজিটাল নথি, বাজেয়াপ্ত হয় আটটি মোবাইল ফোন। তদন্তকারীদের ধারণা, সুরক্ষার স্বার্থে মোবাইলে লুকিয়ে রাখা হয়েছে একাধিক কুকীর্তির নথি। তদন্তের কিনারা করতে এখন সেসব উদ্ধারের চেষ্টায় রয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ইডির স্পেশাল প্রযুক্তি বিশেষজ্ঞরা ফোনগুলি পরীক্ষা করে দেখেন। মহেন্দ্র আগরওয়াল নামের বাঙুরের এক ব্যবসায়ী ও অন্য চারজন রেশন ডিলার ও চার জন ডিস্ট্রিবিউটারের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই ফোন ও ডিজিটাল ডিভাইসগুলি।