Breaking News

আরজি করের গ্লাভসে থাকা লাল দাগ রক্তের নয়! প্রমাণ মিলেছে ল্যাবের পরীক্ষায়, জানিয়ে দিলেন স্বয়ং সুপার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে ‘রক্তমাখা গ্লাভস’ এসেছে বলে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বয়ং সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন, গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে হওয়া পরীক্ষায় এই প্রমাণ মিলেছে বলে জানান তিনি।হাসপাতালের এক ইন্টার্ন সংবাদমাধ্যমে বলেছিলেন, একজন এইচআইভি রোগীর রক্ত নেওয়ার জন্য গ্লাভস নিয়েছিলেন তিনি। তাতে নোংরা থাকায় সেটা বাতিল করে অন্য একটি নেন। কিন্তু সেটাতেও নোংরা ছিল বলে দাবি তাঁর। গ্লাভসে রক্ত লেগে ছিল বলেও অভিযোগ তোলেন।এখন অবশ্য হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে ওই গ্লাভস পরীক্ষা করা হয়েছে। যে লাল দাগ পাওয়া গেছে তা রক্তের নয়, অন্য কিছু। তবে লাল রং কী ভাবে গ্লাভসে এল, তা খতিয়ে দেখতে সেগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সপ্তর্ষি বলেন, “আরজি কর মেডিক্যাল কলেজে ট্রমা সেন্টারের গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি ল্যাবের পরীক্ষাতে এই প্রমাণ মিলেছে।” স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রাথমিকভাবে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এরপরই তদন্ত কমিটি গড়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *