Breaking News

অনিকেতদের বিরুদ্ধে চড়া স্বর জুনিয়র চিকিৎসকদের পাল্টা সংগঠনের!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- থ্রেট কালচারের অভিযোগ তুলে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে পাল্টা সংগঠন গড়েছে জুনিয়র চিকিৎসকদের একাংশ। বুধবার নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। জুনিয়র ডাক্তার সংগঠনের অভিযোগ, তদন্ত করে দেখতে হবে অভয়া তহবিলের নামে যে কোটি কোটি টাকা উঠেছে সেখানকার স্পনসরশিপ নিয়েই এই প্রোগ্রেসিভ ডক্টররা আসরে নামলেন কি না? আর জি কর থেকে শুরু করে বিভিন্ন মেডিক‌্যাল কলেজে গত আড়াই মাস ধরে জুনিয়র ডাক্তার ফ্রন্টের নামে বাম-অতিবাম সংগঠনের নেতৃত্বে যখন চরম অরাজকতা চলেছে এবং সরকারি চিকিৎসা পরিষেবাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলেছে, তখনও এই প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টর্স সংগঠনের ‘বিপ্লবী’রা কোথায় ছিলেন? সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ তুললেন। তিনি জানিয়েছেন, ‘আন্দোলনকে ভুল পথে চালনা করতে চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সাধারন মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে রাজনৈতিক স্বার্থে লাগাতার মিথ্যাচার করা হচ্ছে।’এদিন অনিকেত, কিঞ্জলদের প্রসঙ্গ তুলে শ্রীশ মনে করিয়ে দেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে হাত না মেলালেই সবাই অপরাধী হয়ে যায়। তাঁর আরও অভিযোগ, জোর করে থ্রেট কালচারের মিথ্যা অভিযোগ তুলে তাঁদের আরজি কর থেকে বহিষ্কার করা হয়েছে।’ শ্রীশ মনে করিয়ে দেন, তাঁদের উপর যে অভিযোগ আনা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। নির্যাতিতা দিদির সুবিচারের দাবি চেয়ে তাঁরাই প্রথমে আন্দোলনের পথে হেঁটেছিলেন। উল্টে তাঁদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *