প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রতি বছরের মতো চলতি বছরেও ধুমধাম সহকারে কালীপুজো আয়োজিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠা ভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন দিদি |কালীপুজো উপলক্ষ্যে গান লিখেছেন ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।’ গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।এবার কালীপুজোর আগেরদিন বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করে বাড়ির পুজো নিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷ এদিন মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, “আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক ৷ এই আমার প্রার্থনা। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর পুজো ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এভাবেই মায়ের সেবা করতে পারি৷ মায়ের চরণে এই কামনা আমার।” এরই সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।” এর আগে সোমবার কালীপুজোর উদ্বোধনে জানবাজারে গিয়ে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, তিনি সকলকে নিয়ে চলতে ভালোবাসেন। সব ধর্মকে সমান গুরুত্ব দেন। কেউ কেউ এই ধর্মকে নিয়েই রাজনীতি করছে বলেও অভিযোগ করেন |প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ধুমধাম সহকারে পুজো আয়োজিত হয়। সেই পুজোয় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে প্রশাসনিক আমলারাও থাকেন উপস্থিত। দেখা যায় বহু সেলেব থেকে তারকা খেলোয়াড়কে। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে কালীঘাটে ভিড় জমান বহু মানুষ। এই দিনে নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন মমতা। তাঁদের সঙ্গে গল্প করে কিম্বা গানের সুরে সন্ধ্যা থেকেই সময় কাটাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর মায়ের ভোগে থাকে খিচুড়ি। সঙ্গে থাকে লাবড়া। এছাড়াও বেগুন ভাজা সহ ৫ রকমের ভাজা থাকে মায়ের পুজোর ভোগের পদে। সঙ্গে থাকে চাটনি ও পায়েস।