নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। এবার কুলতলিতে মূক ও বধির এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।পরিবারের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার বয়স প্রায় ৪০। বুধবার দুপুরে বাড়ি থেকে বেরোন তিনি। বেশ কিছুক্ষণ পরে না ফেরায় খুঁজতে শুরু করেন পরিজনরা। তখন কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে গোঁঙানির শব্দ শুনতে পান তাঁরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন যুবতীকে ধর্ষণ করছেন এক ৫২ বছর বয়সী এক প্রতিবেশী।
ঘটনার কথা চাউর হলে অভিযুক্তকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। অভিযোগ, তখন স্থানীয় এক তৃণমূল নেতা টাকার বিনিময়ে মিটমাট করে নিতে বলেন। সেই প্রস্তাবে রাজি না হয়ে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগ দায়ের হয় কুলতলি থানায়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার বউদি বলেন, ‘আমার ননদ কথা বলতে পারেন না। তাঁকে পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন প্রতিবেশী প্রৌঢ়।এরপর আমার ননদকে ধর্ষণ করেন তিনি। আমরা গোঙানির আওয়াজ শুনে তাঁকে উদ্ধার করেছি। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানাই।’
পুলিশ জানিয়েছে,ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবারই ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ |
Hindustan TV Bangla Bengali News Portal