Breaking News

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৩ কলেজের স্নাতকোত্তরের ১২০টি উত্তরপত্র উধাও!পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক উত্তরপত্র উধাও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে তিনটি কলেজের স্নাতকোত্তরের ১২০টি উত্তরপত্র হারিয়ে গেছে। দীর্ঘদিন ধরেই কলেজে কলেজে স্নাতকোত্তর পড়ানো হয়। আর এমনই তিনটি কলেজের উত্তরপত্র হারিয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট বৈঠক ডেকে কী পদক্ষেপ করা যায় তার একটা সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা।শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দক্ষিণ ২৪ পরগনা জেলার কলেজের খাতা সেগুলো। তবে উত্তরপত্রগুলো একাধিক কলেজের নাকি একটি কলেজের তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এপ্রিল মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমএ পরীক্ষা হয়। প্রায় ৭ মাস পরে পরীক্ষার ফলপ্রকাশের প্রস্তুতির সময় দেখা যায় ১২০টি উত্তরপত্র পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উত্তরপত্রগুলো মূূলত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দক্ষিণ ২৪ পরগনার। তবে কোন কলেজ বা কোন কোন কলেজ তা জানা যায়নি।কী করে হারাল উত্তরপত্রগুলো? স্পষ্ট জানা না গেলেও প্রাথমিক অনুমান, যে পরীক্ষকদের হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলোর দায়িত্ব হয়েছিল তাঁদের গাফিলতিতেই এই কাণ্ড |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *