Breaking News

রাজ্যপাল হিসেবে বাংলায় ২ বছর পূর্ণ হচ্ছে সি ভি আনন্দ বোসের, ২ বছর পূর্তিতে এবার রাজভবনে নয়া কর্মসূচির ঘোষণা বোসের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যপাল হিসাবে রাজ্যের দায়িত্ব নেওয়ার দুবছর পূর্তি হতে চলেছে সি ভি আনন্দ বোসের। আর তা উপলক্ষে ‘আপনা ভারত-জাগতা বেঙ্গল’ নামে এক কর্মসূচি নিয়েছেন তিনি। একমাস ব্যাপী চলবে এই নয়া কর্মসূচি।২৩ নভেম্বর রাজভবনে বোসের দ্বিতীয় বর্ষপূর্তি। আর সেদিন হবে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা। এবার ‘দুয়ারে বোস’! ‘আপনা ভারত জাগতা বেঙ্গল’ নামে কর্মসূচি। ‘ফাইল টু ফিল্ড’ নামে কর্মসূচি। ২৫০ জায়গায় পরিদর্শনে যাবেন সি ভি আনন্দ বোস। জনজাতি অধ্যুষিত এলাকায় যাবেন রাজ্যপাল। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে যাবেন সি ভি আনন্দ বোস। কেউ ফোন করলেই, সেই এলাকায় যাবেন আনন্দ বোস। পাশাপাশি, এদিন রাজ্যপাল হিসেবে দু’বছর পূর্তির প্রাক্কালে সি ভি আনন্দ বোস দাবি করলেন, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের কোনও বিরোধ নেই। তিনি বলেন, শেষ দু’বছরে বাংলার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি অনেক কিছু শিখেছি। কিন্তু দিতে পেরেছি অল্প। আমার যতটুকু করার ছিল, তার তুলনায় অল্প করেছি। এটা আমাকে আরো অনেক কিছু করতে উদ্বুদ্ধ করেছে। এবং আমাকে অনেক শিক্ষাও দিয়েছে- প্রতিকূল অবস্থার মুখোমুখি হওয়ার। শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি ,” মিসারি মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলোস” তুলে ধরে বলেন, রাজনীতি সম্পর্কে আমি এটাই শিখেছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *