দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দক্ষিণ কলকাতার গরফা এলাকায় এক যুবতীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, লিভ ইন সঙ্গীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর ৩৫-এর এক যুবতীর দেহ। খুন না কি আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে যুবতীর, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। গরফা থানার পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী। যুবতীর সঙ্গে তাঁর বোনও ফ্ল্যাটে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন। গান চালিয়ে নাচানাচিও করেন। এরপর মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে নামতে গিয়ে কোনওভাবে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। নিহত যুবতীর নাম মধুরিমা রায়। বৃহস্পতিবারের পর শুক্রবারও সন্ধেয় বন্ধুর বাড়িতে পার্টি ছিল। ওই পার্টিতেই যোগ দিয়েছিলেন তিনি। তড়িঘড়ি এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবতীকে মৃত বলে জানান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেখানে পার্টি চলাকালীন ওই মহিলা সিঁড়ি থেকে পড়ে যান। গরফা থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালাতে গিয়ে সেই ফ্ল্যাটের প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, পুলিশ যখন ওই যুবতীর দেহ উদ্ধার করেছিল তখন সেই নিহত যুবতী ছিলেন অর্ধনগ্ন অবস্থায়।পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে এক যুবতীর দেহ উদ্ধার হয় গরফার একটি ফ্ল্যাট থেকে। দুপুরে একাই ফ্ল্যাটে ছিলেন ওই যুবতী। তাঁর বিশেষ বন্ধু দাবি করেছেন, মাকে ডাক্তার দেখিয়ে দুপুরে যখন তিনি বাড়ি ফেরেন, তখন বান্ধবী শুয়ে ছিলেন। ঘুমিয়ে আছেন ভেবে তাঁরা তাঁকে ডাকাডাকি করেননি। কিন্তু সন্ধ্যার পরেও বান্ধবী বিছানা ছেড়ে না ওঠায় তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু তখন তাঁর সাড়াশব্দ পাননি। যুবক জানিয়েছেন, তিনি এবং তাঁর মা এর পর ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীদের ডাকেন। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিশকেও। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
Hindustan TV Bangla Bengali News Portal