Breaking News

মহমেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান! উপনির্বাচনে ‘খেলা হবে’, নৈহাটির তৃণমূল প্রার্থীকে একযোগে সমর্থন ময়দানের তিন প্রধানের

প্রসেনজিৎ ধর:- তৃণমূলের হয়ে প্রচারে শামিল মহমেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান ফুটবল ক্লাবের কর্তারা। নৈহাটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে-র প্রশংসায় পঞ্চমুখ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান কর্তারা। ফুটবল সংগঠক সনৎ দে-র প্রশংসা করল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-ও। তা নিয়েই নৈহাটি উপ নির্বাচনের মুখে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। অনেকেই বলছেন, এক প্রার্থীকে জেতাতে ময়দানের দ্বন্দ্ব ভুলে তিন প্রধান কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। শুধু তাইই নয়, তৃণমূল প্রার্থীর সমর্থনে ভিডিও বার্তা দিয়েছেন আইএফএ সচিবও। ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের কথায়, “সব ক্ষেত্রেই সনৎ একজন দক্ষ সংগঠক। আমরা যখন যেভাবে ওর কাছ থেকে সাহায্য চেয়েছি তা পেয়েছি। প্র্যাকটিস থেকে ম্যাচ, সবক্ষেত্রেই সাহায্য পেয়েছি।” অন্যদিকে মোহনবাগানের সচিব দেবাশিস দত্তের কথায়, “নৈহাটিতে যতবারই মোহনবাগান খেলতে গিয়েছে ততবারই প্রচুর সাহায্য পেয়েছি। উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠকও বটে। যেভাবে উনি নৈহাটি স্টেডিয়ামকে দেখভাল করেন তা রীতিমতো দেখার।” একই সুর আইএফএ-র সচিব অনির্বান দত্তের গলাতেও। তিনি বলছেন, “উনি একজন দুর্দান্ত কাজের মানুষ। ওঁর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।” মহমেডান কর্তা মহম্মদ কামারুদ্দিন বলছেন, “সনৎ দে নিজেই সব ব্যবস্থা করে নিতে পারেন। যতবার সাহায্য চেয়েছি ততবারই পেয়েছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *